৩১ বছর বয়সে এসে শ্রীলঙ্কার টেস্ট দলে ডাক পেলেন মাহেলা উদাত্তে। সীমিত ওভারে আন্তর্জাতিক আঙিনায় অভিষেকের দশ বছরেরও বেশি সময় পর দলে ফিরলেন ওপেনিং এই ব্যাটসম্যান। শুধু তিনি নন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে নিয়েছেন আরও তিন নতুন মুখকে। তারা হলেন-কাসুন রাজিথা, জেফ্রে ভেন্ডারসে আর আসিথা ফার্নান্ডো।
Advertisement
মূলত: ইনজুরির কারণে দলের কয়েকজন খেলোয়াড় বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়েই নতুন মুখের শরণাপন্ন হতে হয়েছে শ্রীলঙ্কাকে। নিয়মিত ওপেনার দিমুথ করুনারত্নে আছেন আঙুলের ইনজুরিতে, পেসার দুষ্মন্ত চামিরা আর নুয়ান প্রদীপ ছিটকে পড়েছেন পিঠ আর হ্যামস্ট্রিংয়ের চোটে। তাদের তিনজনের স্থলাভিষিক্ত তাই খুঁজতেই হয়েছে হাথুরুকে।
তবে ভেন্ডারসে জায়গা করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেট পারফর্ম করেই। বাঁহাতি রিস্টস্পিনার লক্ষ্মণ সান্দিকানের তুলনায় ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে ভালো করেছেন ভেন্ডারসে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট শুরু ৬ জুন থেকে। পরিসংখ্যান বলছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কখনই সিরিজ জিততে পারেনি লঙ্কানরা।
Advertisement
এমএমআর/এমএস