খেলাধুলা

আয়ারল্যান্ডের ঐতিহাসিক টেস্টের প্রথম দিন বৃষ্টির পেটে

ইতিহাস গড়ার আনন্দটা পূর্ণতা পেলো না আয়ারল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে তাদের ইতিহাসের প্রথম টেস্টটা আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনে এক বলও খেলা হয়নি।

Advertisement

গত বছরের জুনে আইসিসির নতুন পূর্ণ সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। এর প্রায় বছরখানেক পরে আজ নিজেদের প্রথম টেস্ট শুরু করেছে আইরিশরা। অভিষেক টেস্টে তাদের প্রতিপক্ষ সরফরাজ খানের নেতৃত্বাধীন পাকিস্তান।

কিন্তু কাগজে কলমে টেস্ট শুরু হলেও মাঠের লড়াইয়ের জন্য আরো সময় অপেক্ষা করতে হচ্ছে আয়ারল্যান্ডকে। টেস্টের প্রথম দিন পুরোটাই খেয়ে নিয়েছে বৃষ্টি। কয়েক দফা মাঠ পর্যবেক্ষণের পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রথম দিন এক বলও মাঠে না গড়ানোয় টেস্টটা আদতে হয়ে গেল চারদিনের। ২০০ রানের পরিবর্তে এখন ফলোঅন হিসেব করা হবে ১৫০ রানের ব্যবধানে।

Advertisement

এমএমআর/পিআর