খেলাধুলা

বোলিংয়ে এসেই বিধ্বংসী সাকিব

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে বল হাতে নিয়েই জোড়া আঘাত হানলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফিরিয়ে দিয়েছেন স্বাগতিক দিল্লির দুই ওপেনারকে।

Advertisement

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ৩ ওভারে ১৬ রান নেয় দিল্লি। চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। ওভারের তৃতীয় বলে চার মেরে সাকিবকে একপ্রকার চ্যালেঞ্জই জানান দিল্লির তরুণ ব্যাটসম্যান পৃথ্বি শ। এক বল পরেই চারের জবাব দিয়ে দেন সাকিব।

ওভারের পঞ্চম বলে সাকিবকে আবারো বাউন্ডারি হাঁকাতে যান পৃথ্বি। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের চতুরতায় পৃথ্বির শট আকাশে উঠে যায়। শর্ট কভার থেকে সহজেই ক্যাচ লুফে নেন শিখর ধাওয়ান। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন আরেক ওপেনার জেসন রয়।

নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন সাকিব। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। তবে পরের ওভারে তার প্রথম বলটি থেকে রিশাভ পান্ত এক রান নিয়ে নিলে হ্যাটট্রিকটি পূরণ হয়নি। তবে ওই ওভারে উইকেট না পেলেও মাত্র ৫ রানই খরচ করেছেন সাকিব।

Advertisement

এসএএস/এমএমআর/আরআইপি