দেশজুড়ে

ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় প্রস্তুত প্রশাসন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার প্রশাসন আগাম প্রস্ততি এবং সতর্ক অবস্থায় রয়েছে। উপকূলীয় অঞ্চলের ২০ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশালের উপ-পরিচালক আ. রশীদ জাগো নিউজকে জানান, বরিশাল অঞ্চলে ৯৮৭টি সাইক্লোনশেল্টারে ইতোমধ্যে ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ভোলায় ১৩ হাজার এবং বাদবাকি পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপ, বরগুনা জেলার পাথরঘাটা এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। দুর্যোগ মোকাবেলায় ৫ হাজার ৩শ স্বেচ্ছাসেবক কাজ করছেন। তারা উদ্বুদ্ধ করছেন উপকূলীয় বাসিন্দারের আশ্রয়কেন্দ্রে যেতে। বরিশাল জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, ঘুর্ণিঝড়ে প্রাণহানি রোধে তারা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন। উপজেলা প্রশাসনকে সর্তকাবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। যেসব বিদ্যালয় নদীর তীরবর্তী সেগুলো অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় বরিশাল জেলার জন্য ১০০ টন জিআর চাল এবং ২ লাখ টাকা ত্রাণ ভাণ্ডারে মজুদ রয়েছে।সাইফ আমীন/এমজেড/পিআর

Advertisement