আন্তর্জাতিক

অপরাধ ১১ স্বামী, শাস্তি পাথর ছুড়ে হত্যা

সোমালিয়ার আল-শাবাব জঙ্গিগোষ্ঠী পরিচালিত একটি আদালত এক নারীকে একাধিক স্বামী থাকার অপরাধে দোষী সাব্যস্ত করার পর তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে।

Advertisement

ওই নারীর নাম শুকরি আব্দুল্লাহি ওয়ারসাম। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ১১ বার বিয়ে করেছেন এবং আগের কোনো স্বামীর সঙ্গেই তার বিবাহ বিচ্ছেদ হয়নি।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলের শহর সাব্লালের বাসিন্দারা বলছেন, আল শাবাবের জঙ্গিরা তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তারপর পাথর ছুড়ে হত্যা করেছে।

আল শাবাব শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা দিয়ে থাকে।

Advertisement

সোমালিয়ার একটা বড় অঞ্চল নিজেদের দখলে রেখেছে আল শাবাব এবং দেশটির সরকারকে উৎখাতে প্রায়ই তারা হামলা চালিয়ে থাকে।

মোহাম্মদ আবু উসামা নামে আল শাবাবের একজন গভর্নর রয়টার্সকে বলেছেন, শুকরি আব্দুল্লাহির বৈধ স্বামীসহ তার ৯ স্বামীকে আদালতে হাজির করা হয়, তারা প্রত্যেকে শুকরিকে নিজের স্ত্রী বলে দাবি করে।

ইসলামিক আইন অনুযায়ী, একজন নারীর একাধিক স্বামী থাকা অবৈধ, তবে পুরুষদের চারটি পর্যন্ত স্ত্রী থাকার বিধান রয়েছে। স্বামী-স্ত্রী উভয়েরই বিবাহ বিচ্ছেদ করার সুযোগ থাকলেও স্ত্রী বিচ্ছেদ চাইলে তাকে স্বামীর সম্মতি চাইতে হবে। স্বামী সম্মতি না দিলে স্ত্রী আদালতে যেতে পারবেন।

আল শাবাবের প্রচারমাধ্যমে বলা হয়েছে, শুকরিকে যখন আদালতে হাজির করা হয় তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তারা বিরুদ্ধে আনা অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

Advertisement

ধর্মীয় বিধানের লঙ্ঘনে আল শাবাবের জঙ্গিরা প্রায়ই কঠোর শারীরিক শাস্তি দিয়ে থাকে।

সূত্র : বিবিসি।

এনএফ/পিআর