জাতীয়

পূজায় র‌্যাবের চার স্তরের নিরাপত্তা

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় নাশকতা রোধে রাজধানীসহ সারা দেশে চার স্তরের নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।র‌্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ পূজামন্ডপ ও এর আশেপাশে সার্বক্ষণিক টহল দিবে র‌্যাব। জরুরি বিবেচনায় স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। এছাড়া র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে।রাজধানীর বনানী পূজামন্ডপে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্পট ব্রিফিংয়ে এসব তথ্য জনান র‌্যাবের মিডিয়া এ্যাড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।তিনি বলেন, ‘পূজা উপলক্ষে র‌্যাবের প্রতিটি ক্যাম্প, ব্যাটালিয়ান এবং সদর দপ্তর থেকে সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। পূজাকে কেন্দ্র করে র‌্যাব সদর দপ্তর থেকে একটি সার্বক্ষণিক মনিটরিং সেলও গঠন করা হয়েছে।’পূজার সার্বিক নিরপত্তা ব্যবস্থা দেশবাসীকে আশ্বস্ত করবে জানিয়ে মুফতি মাহমুদ বলেন, ‘পূজার প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত র‌্যাবের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।’

Advertisement