বলিউড সুপারস্টার তকমার বাইরেও ব্যক্তি জীবনে ভালো বাবা হিসেবে সুনাম রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। সম্প্রতি বলিউডের আরেক তারকা সোনম কাপুরের বিয়েতে গিয়ে নেচে গেয়ে মাতিয়েছেন তিনি। তার সঙ্গে আরও ছিলেন সালমান খান ও সোনমের বাবা অনিল কাপুর।
Advertisement
তবে সেসব শেষে অনিল কাপুরকে উদ্দেশ্য করে একটি আবেগঘন টুইট করেছেন শাহরুখ খান। মঙ্গলবার রাতে করা ওই টুইটবার্তায় শাহরুখ লেখেন, ‘আমার খুব জানতে ইচ্ছে করে অনিল কাপুরের কাছে, যখন তার হৃদয়ের একটি অংশ বিয়ে করে এবং চোখের সামনেই নেচে গেয়ে আনন্দ করে তখন বিষয়টা কতটা আনন্দের হয়? একজন বাবা হিসেবে এই আনন্দটা আমারো খুব জানতে ইচ্ছা করে।’ শাহরুখের এই টুইটে আবেগঘন পরিবেশের জন্ম দিয়েছে নেট দুনিয়ায়। তার ভক্তদের কেউ কেউ সে টুইটে মন্তব্য করে জানিয়েছেন, সুহানার বিয়ের সময় সে অনুভূতি অনুভব করতে পারবেন বলিউড বাদশা।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শুটিং নিয়ে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ। ছবিটিতে তার সঙ্গে আরো আছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।
আরএএইচ/এলএ/আরআইপি
Advertisement