খেলাধুলা

ডুমিনির পরিবর্তে একাদশে ফিরছেন মোস্তাফিজ?

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। টানা হারে এক সময় মনে হচ্ছিল হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে রোহিত শর্মার দলকে। তবে শেষ সময়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। টানা দুই ম্যাচ জিতে এখনো শেষ চারের স্বপ্ন ধরে রেখেছে দলটি।

Advertisement

এদিকে একই অবস্থা কলকাতার। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করলেও ৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই। হাইভোল্টেজ ম্যাচে আজ (বুধবার) রাতে মাঠে নামবে দুই দল। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

কলকাতার মাঠে খেলা হওয়ায় স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে মুম্বাই। ইতিহাস বলছে, ঐতিহ্যবাহী মাঠটিতে ৮ বারের মুখোমুখিতে ৬ বারই জিতেছে মুম্বাই। তাই নিজেদের মাঠে খেলা হলেও পিছিয়ে থেকেই মাঠে নামবে দীনেশ কার্তিকরা।

এদিকে আজকের ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন আসতে পারে। মুম্বাই একাদশে সুযোগ মিলতে পারে উপেক্ষিত মোস্তাফিজুর রহমানের। কারণ কলকাতার মাঠের কথা বিবেচনায় এনে একাদশ পরিবর্তন করতে চাইবে মুম্বাই। সে ক্ষেত্রে চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৬ রান ও কোন উইকেটের দেখা না পাওয়া ডুমিনি ছিটকে যেতে পারেন। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখলে আজও খেলা হবে না মোস্তাফিজের। আর ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচে কলকাতার একাদশে ফিরতে পারেন পেসার শিভাম মাভি।

Advertisement

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ

সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মোস্তাফিজুর রহমান/ জেপি ডুমিনি, জাসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ

ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক, (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রশিদ কৃষ্ণ/শিভাম মাভি, মিচেল জনসন।

Advertisement

এমআর/পিআর