আগামী ১০ মে মহাকাশে ডানা মেলবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্যাটেলাইট উৎক্ষেপণের সাক্ষী হতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে কেনেডি স্পেস সেন্টার। আগামী ১০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
Advertisement
এ উপলক্ষে কেনেডি স্পেস সেন্টারের ভিজিটর কমপ্লেক্সে দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেনেডি স্পেস সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০ মে বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।
এবারই প্রথমবারের মতো কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এর নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটে করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। অ্যাপোলো/সেটার্ন ভি সেন্টার থেকে সহজেই স্যাটেলাইট উৎক্ষেপণ দেখা যাবে।
এদিকে, বাংলাদেশ সময় ১১ মে মধ্যরাত ২টা ১২ মিনিট থেকে ভোর ৪ টা ২২ মিনিটের মধ্যে সরকারের নির্দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে দেশের সব জেলা-উপজেলা প্রশাসন। উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
Advertisement
টিটিএন/পিআর