আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ৯ বছর উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ফরিদপুর উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
Advertisement
আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল এহসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদসহ সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা ও নাটোর থেকে আগত জনপ্রিয় শিল্পীরা।
এইউএ/বিএ
Advertisement