দেশজুড়ে

নির্বাচন সুষ্ঠু করতে কেএমপির ৪ নিষেধাজ্ঞা

আগামী ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হূমায়ুন কবির পিপিএম।

Advertisement

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো কেএমপির কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- নির্বাচনের আগের ৩২ ঘণ্টা, নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোট গ্রহণের দিন রাত ১২টা হতে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা মহানগরী এলাকায় জনসভা ও মিছিল করা যাবে না। যারা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নন, তাদেরকে ১২ মে রাত ১২টার পর থেকে সিটি কর্পোরেশন এলাকা ত্যাগ করতে হবে। ৯ মে থেকে ১৭ মে বৈধ অস্ত্রসহ চলাচল, বহন ও প্রদর্শন করা যাবে না এবং ১৩ মে রাত ১২টা থেকে ১৬ মে সকাল ৬টা পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

আলমগীর হান্নান/আরএ/এমএস

Advertisement