ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, অনেক দিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছিল। এবার সিরিজের ভেন্যু আর সূচিও চূড়ান্ত হয়ে গেলো। দেহারদুনে ভারতের নবনির্মিত স্টেডিয়ামে জুনের প্রথম সপ্তাহে টাইগাররা এই সিরিজটি খেলবে বলে নিশ্চিত হওয়া গেছে।
Advertisement
শুরুতে প্রস্তাব ছিল দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের। পরে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নেয় ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার। এই সিরিজে অংশ নিতে আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। একদিন করে বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিরিজের প্রথম ম্যাচ ৫ জুন, দ্বিতীয়টি ৭ এবং শেষটি ৯ জুন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পরই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলবে আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে কেবল একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানদের মোকাবেলা করেছিল টাইগাররা। ম্যাচটিতে তাদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।
তবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এখন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়েই রয়েছে আফগানিস্তান। ৮৭ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের অষ্টম অবস্থানে তারা। ৭৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দশম।
Advertisement
এমএমআর/পিআর