প্রথম দল হিসেবে আইপিএলের চলতি আসরের প্লে অফ নিশ্চিত করেছে হায়দবাবাদ। দলের জয়ের ম্যাচে ব্যাট-বলে সমান অবদান রেখে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। ব্যাট হাতে খেললেন ৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপর বল হাতেও আলো ছড়ান এই তারকা। তুলে নেন দুই উইকেট। এবার ম্যাচ শেষে সাকিবের প্রশংসা ঝরল সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগের কণ্ঠে।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। দলীয় ৪৮ রানেই সাজঘরে ফিরে যান প্রথম সারির তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন সাকিব। খেলেন ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস।
ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে ম্যাচ শেষে হগ বলেন, ‘আপনি সাকিবের ব্যাটিং দেখুন। কঠিন উইকেটে ৩৫ রান করে উইলিয়ামসনের সাথে বড় পার্টনারশিপ এনে দিয়েছে সে।’
এদিকে সাকিবের প্রশংসা করেছেন দলটির মেন্টর লক্ষ্মণও। তিনি বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড।’
Advertisement
এমআর/জেআইএম