জাতীয়

আইসিইউতে বেবি হক নাজমা

মাগুরা জেলার যুবলীগের সভাপতির গুলিতে আহত নাজমার নবজাতক সন্তান বেবি হক নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে নেয়া হয়েছে। যে কোনো ধরণের সংক্রমন ঠেকাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রফেসর ডা. আবিদ হোসেন মোল্লা। জানা গেছে শিশুটিকে এ মুহূর্তে মুখে কোন খাবার দেয়া হচ্ছে না। স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকরা জানান, ছোট এই শিশুটির নাড়ির ওপর কোন চাপ পড়ুক এ মুহূর্তে তারা তা চাইছেন না।নিওনেটাল আইসিইউ এর বাইরে অপেক্ষমান শিশুটির ফুফু শিউলী বেগম জানান, শিশুটির মা নাজমা বেগমের ঢাকায় আসার কথা থাকলেও চিকিৎসকরা তাকে আরও দুই একদিন পরে আসার পরামর্শ দেয়ায় ব্যাকুল হয়ে থাকলেও আসতে পারেননি। আইসিইউ’র চিকিৎসকরা শিশুটির জন্য কম্বল কিনে আনতে বললে হাতে একটি পাঁচশ টাকার নোট নিয়ে একটি কম্বল কিনে এনে দিতে একে তাকে অনুরোধ করছিলেন। তিনি জানান, তিনি ঢাকা শহরের রাস্তাঘাট চিনেন না। বুধবার হাসপাতালের ওয়ার্ড থেকে ওটিতে যাওয়ার সময় পথ ভুলে অন্য ওয়ার্ডে ঢুকে পড়েছিলেন।বৃহস্পতিবারও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গনমাধ্যমের সাংবাদিকরা শিশুটির ওপর প্রতিবেদন করতে নিওনেটাল আইসিইউতে ভীড় করেন। কিন্তু চিকিৎসকরা কাউকে ভেতরে ঢুকতে দেননি। গণমাধ্যম কর্মী ছাড়াও সাধারণ মানুষরা শিশুটিকে একনজর দেখতে আইসিইউ’র বাইরে অপেক্ষা করতে থাকে।# মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর মা দোষীদের বিচার চানএমইউ/এএইচ/পিআর

Advertisement