বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে খেলোয়াড়দের কড়া সতর্কবাণীই পাঠালেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। শীর্ষদের জানিয়ে দিলেন, বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে আবেগের কোনো স্থান দেবেন না। ইউরো জয়ের কোনো আবেগই কাজ করবে না তার মনে
Advertisement
২০১৬ সালের ইউরোজয়ী এই কোচ বলেন, ‘বিশ্বকাপের ২৩ সদস্যের দলে ক্রিশ্চিয়ানো রোনালদোছাড়া আর কেউই এখনও পর্যন্ত নিশ্চিত নয়। ইউরো কাপ জয়ী দলের সদস্যদের প্রতি আবেগের বশবর্তি হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।’ ২৩ সদস্যের দলে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিয়েই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইউরোতে সুযোগ না পাওয়া নেলসন সেমেদো, হোয়াও ক্যানসেলো, বার্নার্ডো সিলভা, জেলসন মার্টিন্স, রনি লোপেজ- সবার জন্যই দরজা খোলা রয়েছে। এরা কেউ খেলছেন বার্সেলোনা, কেউ ইন্টার মিলান, কেউ ম্যানসিটি, মোনাকো কিংবা এসি মিলানে।
চলতি মৌসুমে দারুন ফর্মে থাকা জেলসন ও বার্নার্ডো ইউরো কাপে না থাকলেও বিশ্বকাপের দলে থাকার সম্ভবনা যেমন রয়েছে তেমনি ইউরো কাপের পর ভিয়েরিনহার অফ ফর্ম তাকে দলের বাইরে ঠেলে দিতে পারে। তাই এক্ষেত্রে আবেগী সিদ্ধান্তের সুযোগ নেই। এমনকি ফাইনালে গোল করা এডারের জন্যও এটা প্রযোজ্য। সান্তোস বলেন, ‘আমি জানি না এখনও সে বিশ্বকাপে যাবে নাকি যাবে না।’
এ বোলাকে দেয়া সাক্ষাৎকারে সান্তোস বলেন, ‘ইউরো কাপ জয়ী দলের সদস্যদের প্রতি আমি ঋনী নই বরং তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ; কিন্তু বিশ্বকাপের জন্য তাদের প্রতিও দৃষ্টি রয়েছে যারা সেখানে ছিল না। তবে ক্রিশ্চিয়ানোর বিষয়টা প্রশ্নাতীত।’
Advertisement
সান্তোস আরও বলেন, ‘ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো কাপে অনেক খেলোয়াড় যারা তখন দলে ছিল, বিভিন্ন কারণে এখন আর দলে নেই। যেমন ভিয়েরিনহা। দারুণ একটি মৌসুম কাটিয়েছিল; কিন্তু এখন সে দলের বাইরে। জেলসন এবং বার্নার্ডোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, যারা ফ্রান্সের স্কোয়াডে ছিল না।’
উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পর্তুগাল মুখোমুখি হবে স্পেন, মরক্কো এবং ইরান।
আইএইচএস/এমএস
Advertisement