খেলাধুলা

জুলাই মাসেই ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার-ব্যানক্রফট!

বল টেম্পারিং বিতর্কে এক বছরের জন্য আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ আছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মার্চ মাসে ক্রিকেটে ফেরার কথা ছিল এই তিন ক্রিকেটারের। তবে নর্দার্ন টেরিটরি ক্রিকেট ক্লাব জানাচ্ছে, চলতি বছরের জুলাইতেই ক্রিকেটে ফিরবেন নিষিদ্ধ ওয়ার্নার আর ব্যানক্রফট।

Advertisement

নর্দান টেরিটরির প্রধান নির্বাহী জুয়েল ম্যারিসন জানিয়েছেন, ওয়ার্নার আর ব্যানক্রফট আন্তর্জাতিক এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও ক্লাব ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই তাদের। তাই নর্দার্ন টেরিটরির ‘টপ এন্ডস স্ট্রাইক লিগ’ ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন ওয়ার্নার এবং ব্যানক্রফট। তাদের ক্রিকেটে ফেরার ব্যাপারে ম্যারিসন বলেন, ‘আমাদের লিগের টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় দলেই এই দুজন খেলতে পারবেন। সে ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা কোনো বাধা হবে না।’

ম্যারিসন আরও বলেন, ‘আমরা তাদের ক্যারিয়ারে সাহায্য করার জন্যই এই প্রস্তাব দিয়েছি। যদি তারা আমাদের প্রস্তাব গ্রহণ করেন, তাহলে আমরা খুশি হবো।’ টেরিটরির এই প্রস্তাবে এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন ওয়ার্নার, এ খবর জানিয়ে ম্যারিসন বলেন, ‘ওয়ার্নারকে বেশ আগ্রহী মনে হচ্ছে। এখন আমাদের শুধু দেখতে হবে, তার সাথে আমাদের ম্যাচের সময় মেলে কিনা।’

আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হবে নর্দার্ন টেরিটরি ক্রিকেট ক্লাবের এই ‘টপ এন্ডস স্ট্রাইক লিগ’। যার মাধ্যমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ক্রিকেটে ফিরতে পারবেন ওয়ার্নার এবং ব্যানক্রফট।

Advertisement

এসএএস/এমএমআর/এমএস