জাতীয়

সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় আজ

ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় হচ্ছে আজ সোমবার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত (পিসিএ) এ মামলার রায় দেবে। তবে এ রায় জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। কারণ রায় ঘোষণার পরে ২৪ ঘণ্টা পর্যন্ত এটি প্রকাশে সালিশি আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।রায়ের ফলে সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াই শেষ হতে যাচ্ছে। এছাড়া এর ফলে মহীসোপানে নিজস্ব এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঘোষণার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। গত ১৮ ডিসেম্বর ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলার শুনানি শেষ হয়। শুনানির ছয় মাসের মধ্যে রায় ঘোষণার কথা জানান স্থায়ী সালিশি আদালত। অমীমাংসিত সমুদ্রসীমা নিয়ে প্রায় তিন বছর ধরে মামলা চলার পর রায় পেতে যাচ্ছে বাংলাদেশ। দুই দেশের জলসীমা শুরু হবে কোথা থেকে, সেটাই ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের মূল বিষয়।এছাড়া ভূমিরেখার মূলবিন্দু থেকে সমুদ্রে রেখা টানার পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে। সালিশি আদালত দুই দেশের উপস্থাপিত যুক্তিতর্ক এবং মেমোরিয়াল ও কাউন্টার মেমোরিয়াল বিবেচনা করে রায় প্রকাশ করবেন। প্রতিবেশী দুটি দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষমত্তির আলোচনা শুরু হয় ১৯৭৪ সালে। এর পর প্রায় আড়াই দশক দুদেশের মধ্যে এ আলোচনা থেমে থাকে। ২০০৯ সালের ৮ অক্টোবর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সালিশি আদালতে আবেদন করে বাংলাদেশ।গত ২ জুলাই এ মামলার রায় হওয়ার কথা শোনা গেলে শেষমুহূর্তে তা হয়নি। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান যে এক সপ্তাহের মধ্যেই ভারতের সঙ্গে সমুদ্রসীমারা রায় হবে।

Advertisement