ঢাকা টেস্টের শুরুতে সাবেক প্রোটিয়া অধিনায়ক ক্লাইভ রাইসের প্রতি শ্রদ্ধা জানাতে মাথা নত করে একমিনিট নীরবতা পালন আমলা-ডু প্লেসিরা। মঙ্গলবার কেপটাউনের একটি হাসপাতালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার সময়কার সেরা অলরাউন্ডার ক্লাইভ রাইস। সেদিনই জানানো হয়েছিলো, ঢাকা টেস্টে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।অলরাউন্ডার রাইস জাতীয় দলের হয়ে মাত্র ৩টি ওয়ানডে খেলেছেন। বর্ণবাদ কেড়ে নিয়েছে তার সোনালী ক্যারিয়ার। দুর্ভাগ্যজনকভাবে ১৯৯২ বিশ্বকাপের দলে জায়গা হয়নি। পরে আর কখনো জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা হয়ে ৩ ওয়ানডেতে ২৬ রানের সাথে ২টি উইকেট নিয়েছেন।তবে তার প্রথম শ্রেণির ক্যারিয়ার ছিল দুর্দান্ত। ক্যারিয়ারের অধিকাংশ সময় ঘরোয়া ক্রিকেট খেলে ১৯৯৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৪৮২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৯৫ গড়ে করেছেন ২৬৩৩১ রান। ২২.৪৯ গড়ে নিয়েছেন ৯৩০ উইকেট।এমআর/পিআর
Advertisement