খেলাধুলা

প্রথম সেশন বাংলাদেশের

ইমরুল কায়েস এবং মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে মিরপুর টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। ইনিংসের পঞ্চম ওভারে মাত্র ১২ রানে তামিমকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা ধীরে ধীরে সামলে নিয়েছেন ওপেনার ইমরুল কায়েস এবং বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান মমিনুল হক। তাদের অপরাজিত ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৭৫ রান। মমিনুল হক ৩৫ এবং ইমরুল কায়েস ২৮ রানে ব্যাট করছেন। সকালে তামিমের আউটে যতনা কীর্তি ডেল স্টেইনের তার চেয়ে বেশি কীর্তি তামিম ইকবালের। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে স্লিপে হাসিম আমলার হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৬ রান করে ফিরে যান তামিম। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলেই একটি করে পরিবর্তন এনেছে। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলের কিপার কুইন্টন ডি ককের পরিবর্তে অভিষেক হয়েছে ড্যান ভিলাসের।এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট বৃষ্টির কারনে ড্র হয়। তবে বৃষ্টি কারনে ড্র হলেও সেই ম্যাচে চালকের আসনেই ছিল বাংলাদেশ। বাংলাদেশ একাদশ:মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, নাসির হোসেন, মুহাম্মদ শহিদ, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান।দ. আফ্রিকা একাদশ:হাশিম আমলা (অধিনায়ক), তেমবা বাভুমা, ডীন এলগার, সাইমন হার্মার, ড্যান ভিলাস, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ভারনন ফিলান্ডার, স্টিয়ান ভ্যান জিল, মরনে মরকেল, ডেল স্টেইন। আরটি/এমআর/পিআর

Advertisement