আন্তর্জাতিক মা দিবস আগামী ১৩ মে। ১৯০৭ সাল থেকে মার্কিন স্কুল শিক্ষিকা আন্না জারভিস তার মা অ্যান মারিয়া বিভেশ জারভিস-এর মৃত্যুবার্ষিকীর দিনটি মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটিকে জাতীয় মা দিবস হিসেবে মর্যাদা দেন এবং ১৯৬২ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক মা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
Advertisement
আগামী ১৩ মে ২০১৮ সিডনির পালকি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে 'মা দিবস' এর বিশেষ ইভেন্ট। অনুষ্ঠানটির আয়োজক 'গো-ইভেন্ট'।
আয়োজক মোরছালিন ছাদেকিন জিতু জানান, এ অনুষ্ঠানে একজন শ্রেষ্ঠ মা'কে পুরস্কারে ভূষিত করা হবে। মা'দের নিয়ে কিছু অনুষ্ঠান থাকবে। মা দিবসকে সামনে রেখেই এই আয়োজন। সবশেষে ডিনারের ব্যবস্থা রয়েছে। প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ১৫ ডলার।
এমআরএম/এমএস
Advertisement