জাতীয়

সহকারি গ্রন্থাগারিকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

বেসরকারি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার সহকারি গ্রন্থাগারিক পদে নিয়োগপ্রাপ্তরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। বাংলাদেশ সহকারি গ্রন্থাগারিক সমিতির ব্যানারে বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বলেন, সারাদেশে প্রায় দুই হাজার সহকারি গ্রন্থাগারিক ২০১৩ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বৈষম্যমূলক পরিপত্রের কারণে এমপিও পাচ্ছেন না। তিনি আরো বলেন, পরিপত্র অনুযায়ি ৩১শে জানুয়ারি ২০১৩ সালের মধ্যে  যারা নিয়োগ পেয়ে এমপিওর আবেদন শিক্ষা অধিদফতরে পৌঁছাতে পেরেছেন তাদেরই শুধু এমপিও দেয়া হয়েছে। তবে ৩১ জানুয়ারির  আগে নিয়োগ পেলেও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে এমপিওর আবেদন সময়মতো ডিজি অফিসে না পাঠানোয় এমপিও বঞ্চিত রয়েছে শত শত গ্রন্থাগারিক।এএইচ/পিআর

Advertisement