বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রচার করা হবে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় রবীন্দ্র সংগীতের একক অনুষ্ঠান ‘মনে কি দ্বিধা’। চমৎকার লোকেশনে শিল্পীর রবীন্দ্র সংগীতের একক অ্যালবামের গানগুলো চিত্রায়ণ করা হয়েছে। এটিএন বাংলায় ৮ মে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
Advertisement
বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে যিনি এনেছিলেন বিরল সম্মান-সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানারে পর পর দু’বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সংগীতের দু’টি একক অ্যালবাম ‘মনে কী দ্বিধা’ এবং ‘মনে রবে কিনা রবে আমারে’।
দু’টি অ্যালবামের গানগুলোর সংগীত আয়োজন করেন ভারতীয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শিবাজী চট্টোপাধ্যায়। এই দুই অ্যালবামের গান নিয়েই রবীন্দ্র জন্ম-জয়ন্তীতে প্রচারিত হবে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনে কী দ্বিধা’।
এমএবি/এলএ/জেআইএম
Advertisement