কিছুদিন আগেই জিদান বলেছিলেন ইনিয়েস্তা ব্যালন ডি'অর প্রাপ্য ছিল। শুধু তাই নয় বার্সাকে গার্ড অব অনার না দিলেও ইনিয়েস্তাকে সম্মান জানাবেন বলেও ঘোষণা দিয়েছিলেন ফরাসি এই তারকা। এর প্রমাণও পাওয়া গেল ম্যাচ শেষে। পাঁচ মিনিট অপেক্ষা করে শেষ পর্যন্ত ইনিয়েস্তাকে শুভেচ্ছা জানান রিয়াল মাদ্রিদের এই কোচ।
Advertisement
মৌসুমের শেষ এল ক্লাসিকো মাঠে গড়ানোর আগে বার্সাকে গার্ড অব অনার নিয়ে শুরু হয় কথার লড়াই। তবে রিয়াল কোচ আগেই জানিয়ে দেন লা লিগার শিরোপা আগেই জেতায় আমরা বার্সাকে সম্মান জানাবো না। তবে ইনিয়েস্তাকে আমরা শ্রদ্ধা জানাবো। সে শুধু খেলোয়াড় নয়, আমরা সবাই জানি সে কেমন মানুষ। আমরা তাকে সাধুবাদ জানাবো আর তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা থাকবে আমাদের।
চলতি মৌসুম শেষেই বার্সাকে বিদায় জানাচ্ছেন ইনিয়েস্তা। সেই হিসেবে রিয়ালের বিপক্ষে আজকের ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো। নিজের শেষ এল ক্লাসিকোতে রিয়ালের কাছ থেকে বিদায়ী শুভেচ্ছাও পেলেন স্প্যানিশ এই তারকা।
এদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। দুই দলের হয়ে গোল করেন সুয়ারেজ, মেসি, রোনালদো ও বেল।
Advertisement
এমআর/জেআইএম