আন্তর্জাতিক

আবারও ঝড়ের আশঙ্কা, হরিয়ানার সব স্কুল বন্ধ ঘোষণা

গত কয়েকদিনে ভারতে তীব্র ঝড়-বৃষ্টিতে এখন পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে আগামী দু’দিন আরও ঝড়-বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। খবর টাইমস অব ইন্ডিয়া।

Advertisement

ঝড়-বৃষ্টির সতর্কতা জারির পর হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা সোম ও মঙ্গলবার ওই অঞ্চলের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

জনজীবন এবং সম্পদের ক্ষতির আশঙ্কায় পঞ্চকুলা প্রশাসনও তাদের বাসিন্দাদের ঝড় এবং বৃষ্টি থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। কৃষকদের বলা হয়েছে ঝড় বৃষ্টির সময় নিজেদের ফসল ভালোভাবে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত জম্মু-কাশ্মির, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের ওপর দিয়ে ৫০ কিলোমিটার বেগে ঝড় বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বজ্রপাতও আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

পাঞ্জাব এবং হরিয়ানা প্রদেশে সোমবার তীব্র বাতাস এবং বজ্রপাতও আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

টিটিএন/জেআইএম