তথ্যপ্রযুক্তি

বাজারে উইন্ডোজ ১০

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বের ১৯০টি দেশের বাজারে ছাড়া হয়েছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর মূল সংস্করণ। বুধবার উইন্ডোজ ১০ উন্মুক্ত করা হয়।অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম দুটির কারণে ইতিমধ্যেই স্মার্টফোন বাজারের বেশির ভাগ অংশ গুগল ও অ্যাপলের দখলে। সেই আধিপত্য ভাঙতে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এমনভাবে তৈরি করেছে, যাতে ডেস্কটপ কম্পিউটার, স্মার্টফোন ও ল্যাপটপ-এই তিন যন্ত্রেই তা ব্যবহার করা যায়। অন্য দিকে, বাজারে যতটা সম্ভব বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিনামূল্যে সেটি ইনস্টল করার সুবিধাও এনেছে সংস্থাটি। যাদের কাছে আসল উইন্ডোজ ৭ বা ৮.১ সফটওয়্যারের সংস্করণ আছে, তারাই শুধু এই সুযোগ পাবেন।বিশেষজ্ঞদের মতে, এক সময়ের প্রধান ব্যবসা পার্সোনাল কম্পিউটার যখন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে চলেছে, তখন মাইক্রোসফটকে দিশা দেখাবে নতুন সংস্করণটি। এই লক্ষ্যে সংস্থাটি এবার উইন্ডোজ এর পুরনো সংস্করণগুলোতে থাকা সীমাবদ্ধগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে উইন্ডোজ-১০ এ। এটিকে আরও দ্রুত কাজ শুরুর ক্ষমতাসম্পন্ন করা হয়েছে। আনা হয়েছে নতুন ইন্টারনেট এক্সপ্লোরার ‘এজ’। তবে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ চালিত কম্পিউটার বা ট্যাবলেট এখন বাজারে এলেও, স্মার্টফোন আসবে বছর শেষে।# যেভাবে আপগ্রেড করবেন Windows 10এআরএস/পিআর

Advertisement