দেশজুড়ে

রোজায় চট্টগ্রামে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে প্রতিদিনই পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাধ্যমে এই আদালত পরিচালিত হবে। পণ্যে ভেজাল, ওজনে কম দেয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের ক্ষেত্রে অত্যন্ত কঠোর হবে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এই উদ্যোগ নিয়েছে।

Advertisement

রোববার (৬ মে) আসন্ন রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখার লক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন সিটি কর্পোরেশনের দুজন ম্যাজিস্ট্রেট।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রতি বছর রমজান আসলেই নির্ধারিত কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অহেতুক পণ্যের দাম বৃদ্ধি করে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

সিটি মেয়র বলেন,‘পুরো রমজান মাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুজন ম্যাজিস্ট্রেট নগরীর বাজার পরিদর্শন করবেন। তারা বাজারের দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো আছে কি না, ভেজাল পণ্য মজুদ বা বিক্রি করা হচ্ছে কি না, ওজনে কম দেয়া হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা অসদুপায় অবলম্বন করার চেষ্টা করা হলে ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন।’

Advertisement

জেডএ/জেআইএম