আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে মাঝের দুই আসরে না খেলেও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন তারা। চলতি আসরেও দুর্দান্ত শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির দল। নিজেরা পুরো একটি দল হিসেবে খেলতে পারেন বলেই নিয়মিত সাফল্য ধরা দেয় চেন্নাইর হাতে- এমনটাই জানালেন দলের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।
Advertisement
শনিবার ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় করে চেন্নাই। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন জাদেজা, জিতে নেন ম্যাচসেরার পুরষ্কার। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমরা যখন হেরে যাই বা জিতে যাই, কখনো নির্দিষ্ট কাউকে দোষারোপ করি না। বা নির্দিষ্ট কাউকে মাথায় তুলে নাচি না। আমাদের পুরো দল জয় বা পরাজয়ের জন্য সমান দায়ী থাকে। চেন্নাইয়ের মূলমন্ত্র এটাই।’
এই মূলমন্ত্র অর্জন কিংবা চালিয়ে নেয়ার পেছনে সবচেয়ে বড় অবদান দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। অকপটে এ কথা স্বীকার করলেন জাদেজা, ‘ধোনি ভাই সবসময় বলেন, আমরা হারবো একসাথে, জিতবোও একসাথে। তিনিই আমাদের মধ্যে আত্মবিশ্বাসের বারুদ ঢুকিয়ে দেন। এটি আমাদের অনেক অনুপ্রাণিত করে।’
ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ উইকেট নেয়ার পথে মুখোমুখি প্রথম বলেই বিরাট কোহলিকে সাজঘরে পাঠিয়ে দেন জাদেজা। একদম প্রথম বলেই কোহলিকে আউট করতে পারবেন, এমনটা ভাবেনওনি জাদেজা। তিনি বলেন, ‘বিরাটকে স্ট্রাইকে দেখে আমি সাধারণ স্টক ডেলিভারি করার পরিকল্পনা করি। উইকেট বেশ শুষ্ক ছিল, আমার শুধু জায়গায় বল করতে হতো। আমি কল্পনাও করিনি যে তাকে প্রথম বলেই ফিরিয়ে দেব। বিরাটের উইকেট সবসময়ই বিশেষ কিছু।’
Advertisement
জাদেজার দুর্দান্ত বোলিংয়ে ১২৭ রানে থেমে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে তারা। আর মাত্র ১টি ম্যাচ জিতলেই প্লে’অফ নিশ্চিত হয়ে যাবে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের।
এসএএস/আইএইচএস/আরআইপি