সরকার অগ্রাধিকার দিলেও এসএসসি ও সমমান পরীক্ষায় ক্রমেই পিছিয়ে যাচ্ছে কারিগরির পাসের হার। রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে দুপুর ১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
Advertisement
এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কম। এসএসসিতে কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৯ শতাংশ। এবার কারিগরিতে পাসের হার কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ।
২০১৬ সালে কারিগরিতে পাসের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ। চলতি বছর কারিগরিতে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন।
তবে এবার কারিগরিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২৬ জন বেড়েছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১৮৭ জন।
Advertisement
শিক্ষামন্ত্রী বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০০৮ সালে যেখানে কারিগরিতে শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে।
আরএমএম/এমআরএম/আরআইপি