দেশজুড়ে

ময়মনসিংহে মেয়র ও সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ভূমি হস্তান্তর করের এক কোটি ৮২ লাখ টাকা ফেরত না দেয়ায় ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তরিকুল আলম এবং সাবেক সদর সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ১নং আমলী আদালতে সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ জানান, ২০১৬ সালের পহেলা সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ১২ জুন পর্যন্ত সরকারি বিধিমোতাবেক শতকরা এক ভাগ হারে আদায়কৃত ভূমি হস্তান্তর কর বাবদ এক কোটি ৮২ লাখ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে প্রদান না করে বিধি বহির্ভূতভাবে ময়মনসিংহ পৌরসভার হিসাবে জমা করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ভূমি হস্তান্তর কর বাবদ আদায়কৃত অর্থ ইউনিয়ন পরিষদের হিসাবে জমা করার নির্দেশ দিলেও ময়মনসিংহ পৌরসভা কর্তৃপক্ষ এখনও সেই অর্থ ফেরত না দেয়ায় এই মামলা দায়ের করা হয়।

আতাউল করিম খোকন/আরএ/জেআইএম

Advertisement