হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭ কেজি স্বর্ণসহ এবার বিমান বাংলাদেশের এক মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৩০৬৪) চালককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। অভিনব কায়দায় মাইক্রোবাসের দরজায় লাগানো ছিল ওই স্বর্ণ। জব্দ স্বর্ণের পরিমাণ ৬ কেজি ৯৬০ গ্রাম।
Advertisement
ওই চালকের নাম বিল্লাল হোসেন বলে জানা গেছে। তিনি এমটি পদে কর্মরত। বিল্লাল হোসেনের কার্ড নম্বর ০০১২৪৫০৪৭৪৩২১৪।
রোববার দুপুর ২ টায় বিমানবন্দরের হ্যাঙ্গার গেট এলাকা থেকে স্বর্ণ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ওই স্বর্ণ জব্দসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।
Advertisement
তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্যাঙার গেটে অবস্থান নেয় ঢাকা কাস্টমস কর্মকর্তারা। হ্যাঙার গেট দিয়ে বের হওয়ার সময় ৬০টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস আটক করা হয়। চালক বিল্লালকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, বিল্লালের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেইউ/এসএইচএস/পিআর
Advertisement