নড়াইলে জাতীয় কৃষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমান-এমপি, মনোজ কুমার সাহা, অনিল বিশ্বাস, হবিবর রহমান ও মনিউর রহমান জিকু।কেন্দ্রীয় নেতা মনোজ কুমার সাহা জাগো নিউজকে জানান, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে নড়াইলে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে দেশব্যাপি এক লাখ সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি গ্রাম কমিটি, ইউনিয়ন সম্মেলন, উপজেলা ও জেলা সম্মেলন করা হবে।তিনি আরো জানান, আসন্ন পাট মৌসুমে পাটচাষিদের পাটের সর্বনিম্ন তিনহাজার টাকা মূল্যধার্যের দাবিতে ১০-১৭ আগস্ট সপ্তাহব্যাপি কর্মসূচি পালন করা হবে। জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে স্থায়ী পাটক্রয় কেন্দ্র স্থাপনের দাবিতে আন্দোলন করা হবে।হাফিজুল নিলু/বিএ
Advertisement