ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎপল সাহা (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সড়কবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত উৎপল উপজেলার রাধানাগর গ্রামের রঞ্জিত সাহার ছেলে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে উপজেলার সড়কবাজারস্থ উৎসব কমিউনিটি সেন্টারে বিদ্যুতের কাজ করছিলেন উৎপল।এ সময় জেনারেটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মুত্য হয়।আজিজুল আলম সঞ্চয়/বিএ
Advertisement