আজকাল সোশ্যাল মিডিয়ায় বাদ যাচ্ছে না কোনো কিছুই। বয়স্কদের পাশাপাশি পোস্ট করা হচ্ছে শিশুদের বিভিন্ন স্টাইলের ছবি। নিজের তোলা সব ছবি আপলোড না দেওয়া পর্যন্ত শান্তি নেই। কিন্তু মনের আনন্দে আপলোড করা এই ছবি থেকে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ।
Advertisement
পেরেন্টসার্কেল ডটকম থেকে জানা যায়, শিশুর বেশ কয়েক ধরনের ছবি কখনোই আপলোড করা উচিত নয়। জেনে নিন কোন ধরনের ছবি আপলোড করা ঠিক নয়-
১. শিশুর স্তন্যপানের ছবি ব্যবহৃত হতে পারে পর্নো সাইটে।২. সদ্যোজাত শিশুর নিরাবরণ ছবি শিশু-পর্নের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে! ৩. শিশুর খেলাধুলার ছবি তুললে তার অন্তর্বাসের কোনো অংশ যেন দেখা না যায়।৪. শিশুর গোসল বা তোয়ালে পরা ছবি আপলোড না করাই ভালো।৫. শিশুর শৌচকর্মের ছবিও আপলোড করবেন না।৬. বাচ্চার ঘুমন্ত ছবি বা পোশাকের ট্রায়াল রুমের ছবিও আপলোড করবেন না।
এসইউ/এমএস
Advertisement