দেশজুড়ে

কক্সবাজারে আরো ১৫ ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ

পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় কক্সবাজারে ঝুঁকিপূর্ণ বসবাস সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আরো ১৫টি ঝুঁকিপূর্ণ বসতবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ করা এসব বসতবাড়ির লোকজনকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। কক্সবাজার লাইটহাউজ এলাকায় এ অভিযান চালানো হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানিয়েছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে গত পাঁচ দিন ধরে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ জায়গায় না সরায় ১৫টি বসতি উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার কলাতলী মুজিবনগর, সাহিত্যিকা পল্লী, দক্ষিণ ডিককুল ও লাইটহাউজ এলাকায় আরো শতাধিক ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়।কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, টানা বৃষ্টিপাতে আবারো পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে।কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা জানিয়েছেন, শনিবার রাত থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার ভোররাতে দক্ষিণ বাহারছড়া কবরস্থানপাড়ায় রাডার স্টেশনের পাহাড় ধসে মা-মেয়ে, স্বামী-স্ত্রীসহ পাঁচজনের করুণ মৃত্যু হয়।তিনি আরো বলেন, সাগরে নিম্নচাপের কারণে সতর্ক সংকেত ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারে আরো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক বার্তা প্রচার করে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ। এ কারণে জেলা প্রশাসনের পক্ষে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালানো হচ্ছে। আমাদের কামনা কেউ যেন অস্বাভাবিক মৃত্যুর শিকার না হন।সায়ীদ আলমগীর/বিএ

Advertisement