ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটটেড। এবার প্রতিপক্ষের মাঠে একই ব্যবধানে হেরে গেল হোসে মরিনহোর দল।
Advertisement
শুক্রবার রাতে ফিরতি লেগে ম্যানইউ’র উপর চড়াও হয়েই খেলেছে ব্রাইটন। প্রথমার্ধে তাদের বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ আটকে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড দে গিয়া। তারপরও উপর্যুপরি আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭তম মিনিটে গোলও পেয়ে যায় ব্রাইটন। বক্সের বাম পাশ থেকে পাওয়া বলে দারুণ ক্ষিপ্রতায় মাথা ছুঁইয়ে দেন প্যাসকেল। ম্যানইউর ডিফেন্ডার মার্কোস রোহো অবশ্য বলটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে সেটা ঠিকই গোললাইন পেরিয়ে যায়। আনন্দে মেতে উঠে ব্রাইটন।
ম্যাচের বাকি সময় মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা করলেও সেটা আর পেরে উঠেনি ম্যানইউ। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
Advertisement
৩৬তম ম্যাচে এটি সপ্তম হার ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৭ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
এমএমআর/এমএস