আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে, দুপুরে প্রেস ক্লাবের ভেতরে, বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধারাবাহিকভাবে সরকার ও আওয়ামী লীগকে গালিগালাজ করছেন। এরপর সন্ধ্যায় বিবৃতি পাঠিয়ে বলেন তাদের কথা বলার অধিকার নেই।
Advertisement
শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভায় বাই সাইকেল সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সরকারের কোনো ভালো কাজ তারা চোখে দেখেন না। অথচ দেশ যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তা সারা বিশ্বের জন্য উদাহরণ। উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে তিনটি শর্তপূরণ দরকার। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ যেখানে তিনটি শর্তের মধ্যে দুটি পূরণ করতে পারেনি সেখানে বাংলাদেশ তিনটিই পূরণ করে তা অতিক্রম করেছে অনেক আগে। দেশের এসব অর্জন অনেকের সহ্য হচ্ছে না।’
তিনি বলেন, ‘বিএনপিতে এত নেতা থাকতে তারা এমন একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন যিনি দুর্নীতির দায়ে দশ বছরের সাজাপ্রাপ্ত ও তার জন্ম পাকিস্তানে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি ক্ষমতায় গেলে প্রত্যেক জেলা উপজেলায় হাওয়া ভবন সৃষ্টি হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।’
Advertisement
পৌর মেয়র শাহজাহান সিকদারের সভাপতিত্বে ও কাউন্সিলর মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খাঁন, উপজেলা আ.লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সদস্য এমরুল করিম রাশেদ, পৌরসভা আ.লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন ও ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
আরএস