কোপা আমেরিকায় চিলি ডিফেন্ডার গনজালো জারার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় উরুগুয়ে ডিফেন্ডার এডিনসন কাভানিকে দুই ম্যাচের নিষিদ্ধ করা হয়েছে। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এ কথা জানিয়েছে।এই নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই-পর্বে বলিভিয়ার বিপক্ষে দেশের হয়ে খেলতে পারবেন না কাভানি।কোপা আমেরিকায় কোয়ার্টারফাইনালে চিলির কাছে ১-০ গোলে পরাজিত হওয়া ম্যাচে জারার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির কাভানিকে মাঠ থেকে বের করে দেন রেফারি।ভিডিও ফুটেজে দেখা গেছে, জারা কাভানির পশ্চাদদেশে হাত দেয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় জারাকে প্রাথমিকভাবে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে পরে তার আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা এক ম্যাচ কমিয়ে আনা হয়।এসএইচএস/আরআইপি
Advertisement