নেপালের মন্দিরে পশুবলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির মন্দির ট্রাস্ট। পশু বলি নিষিদ্ধ করায় মানবাধিকার সংগঠনগুলো স্বস্তি প্রকাশ করেছে।২০০৯ সালে বলিকাঠে চড়েছিল মহিষ, পাঁঠা, মুরগি মিলিয়ে ৫ লাখ পশু। পাঁচ বছর অন্তর নেপালে বারিয়ারপুরে গড়হিমাই উৎসবে বলির ছবি দেখে শিউরে উঠে গোটা দুনিয়া। ২০১৪ সালে পশু বলির সংখ্যাটা কিছুটা কমেছিল।পশু বলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব হয়েছিল অ্যানিম্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্ক নেপাল এবং হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল/ ইন্ডিয়া (এইচএসআই)। এই দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনে সাড়া দিয়েই এবার ৩০০ বছরের প্রথা বন্ধের নির্দেশ দিলেন মন্দির কর্তৃপক্ষ।চলতি বছরেই গড়হিমাইয়ের মন্দিরে সংক্রান্তির সময় পশুবলিও নিষিদ্ধ করা হয়। গড়হিমাই উৎসবে বলির বেশিরভাগ পশুই আনা হতো লাগোয়া ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ থেকে।এই পশু পাচার নিয়ন্ত্রণের জন্য ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন এইচএসআই স্বেচ্ছাসেবী সংগঠনের গৌরি মৌলেখি।সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাজ্যগুলোকে আগামী গড়হিমাই উৎসবের আগে পশু পাচার নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছিল ভারতের উচ্চ আদালত।এসকেডি/আরআইপি
Advertisement