পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী নাম ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এই বিভাগের শুভ উদ্বোধন করেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষকসহ পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাবিপ্রবি সূত্র জানায়, ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষ থেকেই সমাজকর্ম বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ২০০৮ সালের ৫ জুন প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে নতুন এ বিভাগ নিয়ে বিভাগের সংখ্যা হলো ১৫টি । সমাজকর্ম বিভাগের উদ্বোধন উপলক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের মিলনায়তনে এক আলোচনা সভায় বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর আওয়াল কবির জয়ের সঞ্চালনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রের উন্নয়নে সমাজকর্ম নতুন নতুন দিক উম্মোচন করেছে। এ বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সুনাম অর্জন করবে। আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন, প্রফেসর ড. আশরাফুজ্জামান, প্রফেসর ড. ফখরুল ইসলাম, প্রফেসর ড. কবির উদ্দিন হায়দার, প্রফেসর ড. এমাজউদ্দিন ও প্রফেসর ড. আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মীর খালেদ ইকবাল চৌধুরী, ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমারসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। একে জামান/এমজেড/আরআইপি
Advertisement