আন্তর্জাতিক

মালিতে বিদ্রোহীদের হাতে ১৭ বেসামরিক নিহত

মালিতে বিদ্রোহীদের হাতে ১৭ বেসামরিক নিহত হয়েছে। নিহতরা উত্তরাঞ্চলীয় তুয়ারেগ সম্প্রদায়ের। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র কয়েকদিন আগেই কাছাকাছি একটি গ্রামে একই ধরনের অভিযানে তুয়ারেগের ৪০ জন নিহত হওয়ার পরই এই ঘটনা ঘটল।

Advertisement

মঙ্গলবার নাইজার সীমান্তের কাছে ১৬০ কিলোমিটার পূর্বের তিনদিবাওয়েন গ্রামে হামলা চালায় বিদ্রোহীরা। কাছাকাছি আরও একটি এলাকায় হামলা চালানো হয়।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাস ধরেই বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মালিতে আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে ফরাসী যোদ্ধাদের সহায়তা করছে তুয়ারেগ বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠীগুলো। সে কারণেই হয়তো বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অস্থিরতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Advertisement

টিটিএন/জেআইএম