ক্যাম্পাস

জবির প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বাকী আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আনুরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘নাসির স্যারকে স্বপদে বহাল করেই তারা ক্লাসে ফিরবেন।’

এদিকে আন্দোলনের ফলে ক্যাম্পাসে প্রবেশে অসুবিধা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রাচীর টপকানোসহ প্রগোজের গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে বিলম্ব হয়।

Advertisement

প্রকাশনা জালিয়াতির অভিযোগে শিক্ষক নাসির উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের একাংশ। গত সোমবার উপাচার্য ড. মীজানুর রহমান সংবাদ সম্মেলন ডেকে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেন। কিন্তু আন্দোলনকারীরা এটাকে ষড়যন্ত্র দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরএস/আরআইপি