জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চেক রিপাবলিক রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চেক রিপাবলিকের বিদায়ী রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টাশেক। বুধবার পররাষ্ট্র দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এ সময় রাষ্ট্রদূত স্টাশেক বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভুয়সী প্রশংসা করেন । তিনি তার কর্মকালে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।বিদায়ী বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি চেক রিপাবলিকের বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুযোগ সম্প্রসারণের বিষয়ে মতামত ব্যক্ত করলে রাষ্ট্রদূত স্টাশেক তা বাস্তবায়নের ব্যাপারে তার পক্ষ হতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উভয়েই সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত স্টাশেককে অভিনন্দন জানান।আরএম/এসকেডি/পিআর

Advertisement