দেশজুড়ে

বুড়িমারীতে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপি চলে বুড়িমারী স্থলবন্দর হলরুমে সীমান্ত সম্মেলন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতীর নেতৃত্বে বাংলাদেশি ১৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।  অপরদিকে বিএসএফের ফালাকাটা-৩৫ বিএসএফের অধিনায়ক কর্নেল অমৃত লাল তিরকীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

Advertisement

বিজিবি-বিএসএফ বৈঠক সূত্র জানায়, সীমান্তের বিভিন্ন সমস্যা, চোরাচালান প্রতিরোধ ও জঙ্গি সংগঠনের অপতৎপরতা ঠেকাতেই বিজিবি-বিএসএফের মধ্যে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোাচনা  হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ মাসুদুর রহমান মাসুদ জাগো নিউজকে জানান, বিজিবি-বিএসএফের মধ্যে প্রাণবন্ত বৈঠক হয়েছে।  সীমান্তের বিভিন্ন সমস্যা ও আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণ নিয়েও আলোচনা হয়।  রবিউল হাসান/এমএএস/আরআইপি