খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলংকা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ জিতে চলমান সফরে তিন ফর্মেটের সিরিজেই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে চায় স্বাগতিক শ্রীলংকা। চলতি সফরে প্রথমে ২-১ ব্যাবধানে টেস্টের পর ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। ফলে ২০০৬ সালের পর দ্বীপ রাস্ট্রটিতে এই প্রথমবার ডাবল সিরিজ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হয় পাকিস্তানীরা। তবে প্রেমাদাসা স্টেডিয়ামে সফরের শেষ দুই ম্যাচে নিজেদের গৌরব অক্ষুন্ন রাখার সুযোগ পাচ্ছে টি-টোয়ান্টি বিশ্ব চ্যাম্পিয়ন ও সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষ রাঙ্কিংয়ে অবস্থানকারী শ্রীলংকা।উভয় দলই নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন করে মাঠে নামছে। পেসার লাসিথ মালিঙ্গা নেতৃত্ব দেবেন শ্রীলংকার এবং রাঙ্কিংয়ে   পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মালিঙ্গা পাঁচ ম্যাচ সিরিজের চারটি ওয়ানডে খেললেও দুই ফর্মেটে ইতোমধ্যেই অবসর নিয়েছেন আফ্রিদি এবং চলতি সফরে প্রথম মাঠে নামছেন।শ্রীলংকা দলের প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেন, আমাদের তারুণ্য নির্ভর একটি দল প্রয়োজন এবং আগামী টি-টোয়ান্টি ও ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে পর্যায়ক্রমে আমরা সে দিকেই হাঁটছি। তাদেরকে মাঠে সুযোগ দেয়া এবং তাদের পারফরমেন্স আমাদের দেখা দরকার।শ্রীলংকা দল (সম্ভাব্য): লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয় ডি সিলভা, এ্যাঙ্গেলো ম্যাথুজ, দুসান সানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্দো, চাতুরাঙ্গা ডি সিলভা, মিলিন্দা সিরিবর্ধনে।পাকিস্তান দল (সম্ভাব্য): শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ হেজাদ, নুমান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, জিয়া-উল-হক।এমআর/পিআর

Advertisement