কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনাকবলিত প্রিজন ভ্যানে থাকা ১৮ বন্দির অধিকাংশরাই ছিলেন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য।ওই দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর প্রথমে জানালেও পরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, দুর্ঘনায় আহতের খবর পাওয়া গেলেও কেউ নিহত হয়নি।তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার বলাকা ভবন ও বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় জঙ্গি সদস্যবাহী ওই প্রিজনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে যায়।তিনি জানান, ওই গাড়িতে থাকা ১৮ বন্দির অধিকাংশই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।এটি হামলা নাকি দুর্ঘটনা জানতে চাইলে ওসি বলেন, ‘না হামলা নয়, এটি একটি দুর্ঘটনা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের নিয়ে গাজীপুর যাওয়ার পথে ওই এলাকায় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রিজনভ্যানটি রাস্তার ফুটপাতের উপর উঠিয়ে দেন। জেইউ/এআর/এসকেডি/পিআর
Advertisement