আইপিএলের চলতি আসরে শেষ চারের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে কোহলির ব্যাঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে গেছে দলটি। আর এ হারের জন্য মোস্তাফিজকে একাদশে না নেয়াকেই দায়ী করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার।
Advertisement
ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ছিল বেশ স্লো। আর এমন পিচে মুস্তাফিজের বোলিং হতে পারতো যথেষ্ট কার্যকরী। কিন্তু উল্টো একাদশে নেয়া হয়েছে কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘানকে। আর এখানেই আপত্তি তুলেছেন মাঞ্জেরেকার।
শেষে এক আলোচনা অনুষ্ঠানে মুস্তাফিজকে একাদশে না রাখা নিয়ে মুম্বাইয়ের সমালোচনা করে সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন, ‘এই ধরণের পিচে, আপনাকে মোস্তাফিজের মত বোলারকে আনতেই হতো। ম্যাকক্লেনাঘান শেষ ওভারে বেশি রান দিয়েছে বলে আমি এটা বলছি না। আমার মতে সে আসলেই অনেক ভালো বোলিং করে। তবে ম্যাকক্লেনাঘান এবং মোস্তাফিজের মধ্যে মোস্তাফিজই আদর্শ চয়েজ।’
এদিকে মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইটও। এই পেসারকে বাদ দেয়াটা ঠিক হয়নি বলেও বিশ্বাস এই অজি পেসারের। টেইট বলেন, ‘মুম্বাইয়ের জন্য মোস্তাফিজ ছিল আরও ভালো অপশন।’
Advertisement
এমআর/পিআর