দেশজুড়ে

রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের দ্রব্যের চাহিদার তুলানায় অনেক মজুদ রয়েছে। এ কারণে মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে।

Advertisement

বুধবার সকালে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে আগুনে ক্ষতিগ্রস্থ শহরের মনোহরিপট্রি, খালপাড় ও চকবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই ব্যবসায়ীদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই পণ্যের দাম ঠিক রাখতে তবে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো.মাসুদ আলম সিদ্দিক, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন। এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।

Advertisement

সবশেষে বাণিজ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীর হাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ লাখ টাকার অনুদান তুলে দেন।

আদিল হোসেন তপু/আরএ/পিআর