খেলাধুলা

বায়ার্নের বিপক্ষে ডিফেন্ডার হিসেবে খেলবেন রোনালদো!

দানি কারভাজেলের ইনজুরি সমস্যা রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক পজিশনটা নড়বড়ে করে দিয়েছে। ডিফেন্সে আস্থার আরেক প্রতীক নাচো ফার্নান্দেজও পুরোপুরি ফিট নন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল কিভাবে এই শূন্যতা পূরণ করবে? রিয়াল কোচ জিনেদিন জিদান যা বললেন, তাতে চোখ কপালে উঠতে পারে যে কারও। প্রয়োজনে তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নাকি রাইট-ব্যাকের দায়িত্ব দেয়া হতে পারে!

Advertisement

প্রথম লেগে শেষ মূহুর্তে নেমে দারুণ খেলেছেন লুকাস ভাজকুয়েজ। শোনা যাচ্ছে, তাকেই বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে রাইট-ব্যাকে খেলানো হতে পারে। তবে জিদান নাকি এই স্প্যানিয়ার্ডকে তার স্বাভাবিক পজিশন রাইট উইংয়েই রাখতে আগ্রহী। প্রয়োজনে রোনালদোকে রাইট-ব্যাকে খেলানোর চিন্তা ফরাসি কোচের।

দলে রোনালদোর প্রয়োজনীয়তাটা সবাইকে জিদান বুঝিয়েছেন এভাবে, ‘ক্রিশ্চিয়ানোকে মানুষ যতটা কৃতিত্ব দেয়, তার চেয়ে বেশি অন্তর্দৃষ্টিসম্পন্ন সে। সে দলের জন্য আত্মবিসর্জন দিতে এবং একটি ম্যাচে রাইট-ব্যাকে খেলতেও প্রস্তুত। এটা সত্যি যে আমাদের দলের প্রথম এবং সর্বাগ্রে থাকা গোলস্কোরার সে। তবে প্রথম লেগে তাকে আমাদের গোলের তালিকায় লাগেনি। আমরা বিশ্বাস করি দ্বিতীয় লেগেও তার গোল ছাড়াই উৎড়ে যেতে পারব।’

রোনালদোর উচ্চতাটাও টেকনিক্যাল দিক দিয়ে ডিফেন্সে কাজে দিতে পারে, মনে করছেন জিদান। তিনি বলেন, ‘জুভেন্টাসের বিপক্ষে আমরা ব্যাক পোস্টে মানজুকিচের কয়েকটি ক্রসে বিপদে পড়েছিলাম। দানির (কারভাজাল) বিপক্ষে সে উচ্চতার সুবিধা পেয়েছিল। আমরা চাই, লেভানডোভস্কিও যেন এমন সুবিধা পেয়ে না যায়। এই জায়গায় ক্রিশ্চিয়ানোর উচ্চতাটা কাজে লাগতে পারে।’

Advertisement

এমএমআর/এমএস