বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে দেশের শিল্পায়নে জাপানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বুধবার স্পিকারের জাতীয় সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় স্পিকার ও সিপিএ চেয়াপার্সন জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান।জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে স্পিকার বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার নারীদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রজনন স্বাস্থ্য রক্ষা, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাসসহ অন্যান্য ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। জাপানের রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রফতানি বাণিজ্যসহ সব ধরনের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, জাপান বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় সামাজিক ও মানবিক উন্নয়নে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন এই রাষ্ট্রদূত। এইচএস/এসকেডি/পিআর
Advertisement