দেশজুড়ে

মেঘনায় ইটবোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইটবোঝাই একটি ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদরের দিঘিরপার এলাকা থেকে ইটবোঝাই করে নারায়ণগঞ্জ আড়াইহাজারের দিকে যাচ্ছিল ট্রলারটি। পথে ঝড়ের কবলে পড়লে মো. রফিজ উদ্দিন (২৮) নামে এক শ্রমিক নদীতে পরে নিখোঁজ হন।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, বিকেলে ঝড় শুরু হলে ট্রলারটি তীরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঝড়ের কবলে পড়ে কুলিয়ে উঠতে না পেরে ডুবে যায়। এ সময় ১৪ জনের মধ্যে ১৩ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ হন।

ভবেরচর ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরিদল উদ্ধারে কাজ করছে। নিখোঁজ শ্রমিক রফিজ উদ্দিন পাবনার চাটমোহর থানার থাইকোলা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে বলে জানান তিনি।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ